আপনি কি জানেন এখনো পৃথিবীর প্রথম ওয়েবসাইটি চালু রয়েছে? এখনো কি দেখেছেন সেই সাইটি? আপনি কি জানেন পৃথিবীর প্রথম ওয়েবসাইটটির নাম কি? আপনি কি কখনও দেখেছেন সেই সাইটটি? প্রয়োজনে অপ্রয়োজনে ভিজিট করেন সেই সব ওয়েবসাইট গুলো। কিন্তু আপনি কি কখনও ভিজিট করেছেন সেই পুরাতন প্রথম ওয়েবসাইটি? কোনটি ছিল বিশ্বের প্রথম ওয়েবসাইট?
সেই ৬ অগস্ট, ১৯৯১ সালে টিম বার্নার্স-লি ও তাঁর কোম্পানি নেক্সট কম্পিউটারের উদ্যোগে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রোজোক্টের অংশ হিসেবে ফ্রান্সের একটি অংশে চালু হয় বিশ্বের প্রথম ওয়েবসাইট।